
ইমরান আল মাহমুদঃ
উখিয়া উপজেলার রুমখাঁ বড়বিল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার(২২শে জানুয়ারি) রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে হলদিয়া পালং ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। টুর্নামেন্ট আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
খেলায় ভালুকিয়া সিনিয়র সেভেন স্টারকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ঘুমধুম সিনিয়র সেভেন স্টার।
বিশেষ অতিথি ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইমরুল কায়েস চৌধুরী,উখিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফ আজাদ, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, সাবেকুন নাহার(সাবু),রিপন বড়ুয়া, এজাহার মিয়া,সাবের আহমদ সহ গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য শাহ জাহান চৌধুরী মাঠ রক্ষার্থে গাইডওয়ালের দাবি জানালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গাইডওয়াল নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আজফার আকিব।
খেলায় প্রধান রেফারি ছিলেন কৃতি ফুটবলার সৌরভ হোসেন(টমেট)।
 
			


 
									
			 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।