১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

রিপোটার্স ইউনিটিকে হারিয়ে শিরোপা ঘরে তুলল ক্রীড়া লেখক সমিতি

Pic-1

স্বাধীনতা দিবস প্রিমিয়ার সিমেন্ট মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার একাদশ। ৩১ মার্চ বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ক্রীড়া লেখক সমিতি ৬ উইকেটে টপ ফেভারিট কক্সবাজার রিপোটার্স ইউনিটিকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলে দীপু বাহিনী। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রিপোটার্স ইউনিটি নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার রাশেদ রিপন ৩১ বলে সর্বোচ্চ ৩৩ রান সংগ্রহ করেন।  ক্রীড়া লেখক সমিতির পারভেজ, পলাশ, আরোজ ফারুক প্রত্যেকে দু’টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ক্রীড়া লেখক সমিতি ১২ ওভার ৩ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ৯৭ রান তুলে নেয়। দলের পক্ষে সাইফুল ৩৬ বলে দু’টি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া নির্ভরযোগ্য ব্যাটসম্যান রুবেল ১৭, বলরাম মাত্র ৩ বলে ১০ রান সংগ্রহ করেন। রিপোটার্স ইউনিটির শাহনিয়াজ ও ইউসুফ দু’টি করে উইকেট দখল করেন। ফাইনালে অসাধারণ অলরাউন্ড নৈপুন্যের জন্য চ্যাম্পিয়ন দলের সাইফুল ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন। এছাড়া রানার্স আপ দলের অল রাউন্ডার রাশেদ রিপন ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।  এদিকে ফাইনাল শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, কক্সবাজারের ক্রীড়া ও পর্যটন উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের নিরেট বিনোদনের অংশ হিসেবে এরকম প্রতিযোগিতা কাজে ফলে উৎসাহ যোগাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সিনিয়র সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, দৈনিক আজকের দেশবিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, ইকরাম চৌধুরী টিপু, মোহাম্মদ হাশিম, সাগরদেশ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার অন লাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে।  পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।