৮ ডিসেম্বর, ২০২৩ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  আরসা প্রধান আতাউল্লাহসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা   ●  কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক   ●  হলফনামা বিশ্লেষণ: ৫ বছরে এমপি আশেকের সম্পদ বেড়েছে ২ কোটি টাকার কাছা-কাছি   ●  ২১ দিন বন্ধের পর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এল পন্যবাহি চারটি ট্রলার   ●  মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা   ●  ভ্রাতৃঘাতি দেশপ্রেমহীন রোহিঙ্গা আরসা-আরএসও প্রসঙ্গে; এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর   ●  কক্সবাজারে রেল : শুরুতেই ইজিবাইক চালকদের দৌরাত্ম্য ২০ টাকা ভাড়া রাতা-রাতি ৫০ টাকা!   ●  মাদক কারবারিদের হুমকির আতঙ্কে ইউপি সদস্য কামালের সংবাদ সম্মেলন   ●  সালাহউদ্দিন সিআইপি ও এমপি জাফরকে আদালতে তলব   ●  কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর আলম

রামুতে বৃহত্তর লম্বরীপাড়া নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ; দিদারুল আলম সভাপতি, হাফেজ আবুল মঞ্জুর সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি;
নির্মাণাধীন রেলওয়ে সড়কের কারণে অচল হয়ে পড়া “আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সড়ক” সচল করার স্বার্থে আন্ডারপাস নির্মাণের দাবি আদায়সহ ন্যায্য অধিকার সুরক্ষার দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধ প্লাটফরম গড়ে তুলেছেন রামু উপফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর লম্বরীপাড়ার সর্বস্তরের জনসাধারণ। ২৭ মে ( জুমাবার) বাদ এশা লম্বরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে গড়ে তোলা হয় বৃহত্তর লম্বরীপাড়া নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ।
সমাজসেবক হাজী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রবীণ শিক্ষক মাষ্টার হাকিম মিয়ার পরিচালনায় মুহাম্মদ দিদারুল আলমকে সভাপতি ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এ সামাজিক সংগঠনের কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন, ফরিদুল আলম, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মামুনর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার ( বাহাদুর), অর্থ সম্পাদক
শাহজাহান কোম্পানী, সহ-অর্থ সম্পাদক রাশেদুল হক আনছারী, দফতর সম্পাদক জিয়াউল হক,  প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক শফিউল আলম, কার্যকরী সদস্য মুজিবুর রহমান, নজরুল ইসলাম, ওসমান গণি, রাশেদুল আলম, আকতার কামাল কোম্পানী, মুজিবুল হক, আব্দুল আজিজ, মোহাম্মদ আলম,  মোহাম্মদ হাসান, মাসুদ পারভেজ রামিন, নবী হোসাইন ( এ কে খান),  নাবিদুল হাসান রুবেল,  ইমরানুল হক রিদওয়ান, শওকত হোসেন লিমন।
এছাড়াও  প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বীদের সমন্বয়ে শিঘ্রই সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠিত হবে। সেই সাথে প্রয়োজনে আরও সদস্য যুক্ত করে কার্যকরী ও সাধারণ পরিষদকে সমৃদ্ধ করা হবে।
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় এলাকার মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল আলম,  নুরুল আমিন, ছফর মিয়া, মুহাম্মদ হানিফ,  হাজী ইলিয়াছ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।