১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

রামুতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে খুনিয়াপালং, দক্ষিণ মিঠাছড়ি, রাজারকুল জয়ী

নিজস্ব প্রতিবেদক, রামু 
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এ টূর্ণামেন্ট উদ্বোধন করেন। রামু উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও প্রণয় চাকমা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  টুর্নামেন্টের উদ্বোধনী দিনে খুনিয়াপালং ইউনিয়ন ফুটবল দল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল ও রাজারকুল ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে।
সকালে রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোসাইন, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ ও নুরুল ইসলাম সেলিম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন প্রমুখ।
বৃহস্পতিবার সকালে রামুতে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে খুনিয়াপালং ইউনিয়ন ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলে রশিদনগর ইউনিয়ন ফুটবল দলকে এবং দ্বিতীয় ম্যাচের নির্ধারিত সময়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল বনাম চাকমার কুল ইউনিয়ন ফুটবল দলের খেলাটি ২-২ গোলে ড্র হয়। ফলে খেলাটি টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দল ৬-৫ গোলে চাকমার কুল ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। বিকালে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে রাজারকুল ইউনিয়ন ফুটবল দল ২-০ গোলে কচ্ছপিয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।