১ জানুয়ারি, ২০২৬ | ১৭ পৌষ, ১৪৩২ | ১১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চলবে

pic

দেশের লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে সংগঠনের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে সংগঠনটি। গতকাল রবিবার বিকেল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র‌্যালীটি পৌরসভা চত্বরে এক ছাত্র সমাবেশে মিলিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা সংসদের সভাপতি সৌরভ দেব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখে যে যৌন নিপীড়ন এর ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের আন্দোলন চলবে। ইতিহাসের পরতে পরতে ছাত্র ইউনিয়ন অসুন্দরের বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলন এখনও চলমান। যেখানেই আন্দোলন সেখানেই প্রতিরোধ। সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপসস্থিত ছিলেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দীলিপ দাশ, সমীর পার, কল্লোল দে চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাবেক ছাত্রনেতা ফাতেমা আক্তার মার্টিন, মনির মোবারক, এইচএম নজরুল ইসলাম, মোসাদ্দিক হোসেন আবু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জেলা সংসদের সহ সভাপতি অর্পণ বড়–য়া, অনুপম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মুরিদুল ইভান, সহ সাধারণ সম্পাদক পাভেল দাশ, কামরুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবীর আচার্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নেতা ঈপসীতা চক্রবর্তী, ছাত্রনেতা অরূপ বড়–য়া, শেখর পাল, স্বর্ণালী দেব নীলা, শুভজিৎ রুদ্র, সুজন নাথ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।