যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল শুক্রবার বিকালে এ তথ্য জানান।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এদের বিজয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকে গৌরবান্বিত করেছে।”
বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছেন টিউলিপ, রুশনারা ও রূপা। তারা তিনজনই লেবার পার্টির হয়ে নির্বাচনে অংশ নেন।
এদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি হন।বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে রুশনারা আলী। আর রূপা হক এমপি হয়েছেন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে।
টিউলিপের নির্বাচনী প্রচারে যারা পরিশ্রম করেছেন তাদেরসহ দেশে-বিদেশে প্রবাসী যারা সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।
টিউলিপের বিজয়ে ‘উৎফুল্ল’ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার ছোটবোন শেখ রেহানাকেও আন্তরিক অভিনন্দন জানান।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।