১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

মেসিকে বাদ দিলেন কাকা!

লিওনেল মেসি ও কাকা

ল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলেছেন। খেয়োয়াড়ি জীবনে যাদের সঙ্গে খেলেছেন কিংবা যাদের বিপক্ষে খেলেছেন এমন এগারজনকে নিয়ে স্বপ্নের একাদশ সাজিয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা।
বার্সার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি যে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ চারবারের বিশ্বসেরা ফুটবলারকেই স্বপ্নের একাদশে রাখেননি কাকা। মেসির বদলে বেছে নিয়েছেন স্বদেশী রোনালদিনহোকে।

কাকার ড্রিম টিমের এগারজনের মধ্যে পাঁচজনই ব্রাজিলিয়ান। গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার দিদা। তার সঙ্গে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এসি মিলানের হয়ে খেলেছিলেন কাকা।

ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, দুই ইতালিয়ান তারকা পাওলো মালদিনি ও আলেসান্দ্রো নেস্তা। আর লেফট ব্যাকে থাকবেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস।

মিডফিল্ডের তিনজনও বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। বাম প্রান্তে জিনেদিন জিদান ও ডান প্রান্তে আছেন স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর ‍সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া ফিরলো।

আক্রমণভাগের তিনজনের মধ্যে দু’জনই ব্রাজিলিয়ান। রোনালদো ও রোনালদিনহোর পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ হিসেবে তিনজনের সঙ্গেই ফুটবল ক্যারিয়ার পার করেছিলেন কাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।