
হাফিজুল ইসলাম চৌধুরী: রামু উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.তৈয়ব চৌধুরী বলেছেন, মেধার উৎকর্ষ বৃদ্ধিতে ক্রীড়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। সুনাগরিক হিসাবে আগামীদিনে এ দেশের নেতৃত্ব দেয়ার প্রস্তুতি নিতে হবে। গতকাল রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে ২০১৮ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ উপস্থিত সকলে বিদ্যালয়ের স্কাউট দলের কুচকাওয়াজের পাশাপাপশি জঙ্গলি বাহিনী আর গ্রামীন শিল্পী গোষ্ঠির মনমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইউছুফ, শিক্ষানুরাগী ছলিমুল্লাহ চৌধুরী মিন্টু, পান্নু সওদাগর, সমাজসেবক ইচকানদার মির্জা, শাহারীয়ার ওয়াহেদ চৌধুরী রাসেল প্রমূখ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।