২৪ ডিসেম্বর, ২০২৫ | ৯ পৌষ, ১৪৩২ | ৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

মুকুটের গোলে ফাইনালে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ

Ramu Football News Pic  27.5

রামুতে ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় মুকুট বড়–য়ার গোলে জয় পেয়ে ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ’ ফাইনালে খেলা নিশ্চিত করেছে। গতকাল বুধবার (২৭ মে) বিকাল ৫ টায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ’ ১-০ গোলে ‘দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ’কে পরাজিত করেছে। ‘চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের মুকুট বড়ুয়ার হাতে ম্যাচসেরা পুরষ্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ডিএফএ’র সাধারণ সম্পাদক জ্যোতিঃর্ম্ময় বড়–য়া মঙ্গল।
রামু ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি আছারুল হক ভূট্টো’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম সম্পাদক খালেদ শহীদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিপন বড়–য়া সুপন প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সুবীর বড়–য়া বুলু। সহকারী রেফারী ছিলেন, মোহাম্মদ আলী ও সিরাজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ওমর ফারুক মাসুম। সেরা খেলোয়াড় নির্বাচন করেন, কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার শিপন বড়–য়া।
খেলার শুরু থেকেই উভয় দল আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে। প্রথমার্ধের ২০ মিনিটে পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশের নির্ভরযোগ্য খেলোয়াড়র মুকুট বড়–য়া থেকে বল পেয়েও করিম গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে সুযোগটা নিজেই কাজে লাগায় মুকুট বুড়–য়া। বিপক্ষ দলের ফাউল থেকে বল পেয়ে মাঝ মাঠ থেকে সরাসরি কিকে গোল করে। মুকুটের গোলে পুর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। উভয় দলের খেলোয়াড়রা আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ। জয়ের উদ্বীপনায় ফাইনালের খেলার উল্লাস করে চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ।
চাকমারকুল পূর্ব মোহাম্মদপুরা ফুটবল একাদশ ঃ মোস্তফা (গোলরক্ষক), করিম, দিদার, রমজান, শাহজাহান, মুকুট বড়–য়া, রুবেল বড়–য়া, যাইফ, রিদুয়ান, হানিফ, আরিফ, রিদুয়ান-২, জহির, যাঈদ। দক্ষিণ মিঠাছড়ি সোনার বাংলা ক্রীড়া সংঘ ঃ নাছির (অধিনায়ক), আকাশ (গোলরক্ষক), সাঈদ আকাশ, অজয়, মহিউদ্দিন, সেরো, শহীদ, গিয়াস, সাদ্দাম, মুন্না, মুছা, লারা, বাহাদুর, রাশেদ, জাহেদ। আগামীকাল শুক্রবার (২৯ মে) বিকাল ৫টায় টুণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে ‘রামু অলষ্টার ফুটবল দল’ বনাম ‘মায়ের দোয়া দরগাহপাড়া খেলোয়াড় সমিতি’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।