১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক

মাহমুদুর রহমানকে মুক্তি প্রদান করে আইনের শাসনের প্রমাণ দিন

received_1817071651884401
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ বলেছেন, সকল মামলায় জামিন লাভ করা সাংবাদিক মাহমুদুর রহমানকে মুক্তি প্রদান করে আইনের শাসনের প্রমাণ দিন। বিনা অপরাধে একজন অকুতোভয় সম্পাদক বছরের পর বছর কারাগারে থাকতে পারেনা। অবিলম্বে সকল সাংবাদিকের মুক্তি দাবী করে তিনি সকল বন্ধ গণ মাধ্যম খুলে দেয়ার দাবী জানান।
কক্সবাজারে ‘‘মাহমুদুর রহমান সহ সকল সাংবাদিকের মুক্তি চাই, বন্ধ মিডিয়া খুলে দাও” শীর্ষক সাংবাদিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, প্রত্যেক নির্যাতনের শেষ আছে। রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। তিনি নির্যাতিত ও চাকরিচ্যুত সাংবাদিক ধৈর্য্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখার পরামর্শ দেন।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার প্রেস ক্লাবে রবিবার দুপুরে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব মোহাম্মদ শাহ নওয়াজ।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি জিএএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, মোহাম্মদ হাসিম, কবি রুহুল কাদের বাবুল প্রমুখ।
সমাবেশে ইউনিয়নের সদস্য, নির্যাতিত সাংবাদিক ও তাদের রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।