২৬ অক্টোবর, ২০২৫ | ১০ কার্তিক, ১৪৩২ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

মানব পাচারকারিদের ছাড় দেয়া হবে না : আইজিপি

igp20150509220653-110x75

পুলিশের মহাপরিদর্শক এ, কে, এম শহীদুল হক বলেছেন, অবৈধ মানব পাচারকারিদের ছাড় দেয়া হবেনা। পাচারকারিদের বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। অভিযানে ইতোমধ্যে কক্সবাজারে ৩ পাচারকারী নিহত হয়েছেন। খুব শিগগিরিই মানবপাচার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ কল্যাণ সমিতির সঙ্গে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক আরো বলেন, প্রতিবেশি রাষ্ট্র মায়ানমার, ভারত ও থাইল্যান্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বিত চেষ্টায় মানবপাচার রোধ করা হবে।

নগরীতে যাত্রার নামে অশ্লীলতা ও জুয়ার আয়োজন প্রসঙ্গে আইজিপি বলেন, এসব আর চলতে দেয়া যাবেনা। হাইকোর্টের নির্দেনো নিয়ে স্থানীয়ভাবে যাত্রা-জুয়ার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনার বিষয়টি যাছাই-বাছাই করে দেখা হবে।

এসময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন বরিশার রেঞ্জ ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শোয়েব আহম্মাদ, জিল্লুর রহমান ও গোলাম রউফ খানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

দিনভর আইজিপি আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় পুলিশ লাইন্সে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইজিপি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।