১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪


শিরোনাম
  ●  বিদগ্ধজনদের নিয়ে বিরূপ মন্তব্য থেকে প্রতিপক্ষকে বিরত থাকার আহবান মেয়র প্রার্থী মাহাবুবের   ●  কক্সবাজার পৌরসভার উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন   ●  কক্সবাজারে ওয়ার্ল্ডফিশ এর সিনার্জিস্টিক পার্টনারশীপ কর্মশালা   ●  সাগরে ইঞ্জিল বিকল হয়ে ১৩ দিন ভাসতে থাকা ২১ জেলে জীবিত উদ্ধার   ●  চকরিয়া ও টেকনাফে শীঘ্রই চালু হচ্ছে কউকের জোনাল অফিস   ●  মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ   ●  পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব   ●  র‍্যাবের জালে ধরা পড়ল ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার   ●  ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার   ●  হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মাদক মানবপাচার ও ধর্মান্ধতার বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে : ইকবাল সোবহান চৌধুরী

DSC04706

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, মাদক, মানবপাচারকারি ও উগ্র ধর্মান্ধরা সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু ও গণতন্ত্রের শত্রু। এদের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সমাবেশে তিনি এ কথা বলেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছে। সাংবাদিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। কিন্তু কিছু সাংবাদিক ও মিডিয়া সংবাদপত্রের স্বাধীনতাকে অপব্যহার করছে। তারা বিশেষ উদ্যোশ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন- মত প্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। যারা মিডিয়ার স্বাধীনতাকে অব্যবহার করছে তাদের জবাবদীহিতা করতে হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, বিশ্বজিত সেন, মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।
সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গণমাধ্যম বান্ধব। তিনি সাংবাদিকদের কল্যাণ বিবেচনা করে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করছেন। গত তিন বছর এ অনুদানের টাকা পেয়েছেন সারাদেশের সাংবাদিকরা। আজীবন তাঁরা এর সুফল ভোগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।