
জীবনের নিরাপত্তা চেয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রামু থানায় অভিযোগ দায়ের করেছেন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের রশিদ আহমদ নামের এক ব্যাক্তি। গতকাল সোমবার রশিদ আহমদ ৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।
রশিদ আহমদ তার অভিযোগে দাবি করেন, খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং পাহাড় পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মনজুর আলম, পশ্চিম গোয়ালিয়া পালং গ্রামের আবদুল করিম প্রকাশ ডাকাত আবদুল করিম ও পূর্ব গোয়ালিয়া পাহাড়পাড়া এলাকার মোফিজুর রহমানের ছেলে মোহাম্মদ জসিমসহ অজ্ঞাত আর ৮/১০ জন যুবক এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।
রশিদ আহমদ আরও দাবি করেন, ওই সব মাদক ব্যবসায়ির বিরুদ্ধে তিনি নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছিল। যার কারনে তার বিরুদ্ধে এলাকার ওই সব মাদক ব্যবসায়িরা উঠে-পড়ে লাগে।
প্রায় সময় তার উপর হামলার চালানো চেষ্টা চালায় ওই সব মাদক পাচারকারি সিন্ডিকেট।
সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে মরিচ্যা বাজার থেকে বাড়ি ফেরার পথে গোয়াপালং ব্রিজ এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা অভিযোগে উল্লেখিত যুবকসহ অজ্ঞাত ৮/১০ জন যুবক দা, লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালানো চেষ্টা চালায়। কোন মতে তিনি পালিয়ে রক্ষা পায়।
রশিদ আহমদ আরও জানিয়েছেন, প্রতিনিয়ত ওই মাদক পাচারকারি চক্র তাকে ও পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে তিনিসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভ’গছেন।
এদিকে এই ঘটনা নিয়ে রশিদ আহমদ একই দিন উখিয়া থানায়ও পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।