১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

মরিচ্যা বাজারকে যানজটমুক্ত রাখতে চেয়ারম্যানের প্রসংশনীয় উদ্যোগ

বাবুলমিয়া মাহমুদঃ রোহিঙ্গা আগমনের পর থেকে উখিয়া টেকনাফ সড়কে পদে পদে যানজটের কবলে পড়ে যাত্রী সাধারণকে পোহাতে হত চরম ভোগান্তি।উখিয়ার গুরুত্বপুর্ণ মরিচ্যা বাজার, কোটবাজার, উখিয়া সদর, উখিয়া কলেজ গেইট, কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালীসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দক, অতিরিক্ত যান চলাচলের ফলে ঘন্টার পর ঘন্টা আটকাা পড়া যেন এখন নিয়মে পরিণত হয়েছে।

মরিচ্যা বাজারে যানজটের কারণ চিহ্নিত করে ২ জুলাই হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের নির্দেশনায় মরিচ্যা ১নং ওয়ার্ডের সাহসী জনপ্রতিনিধি এম মনজুর আলমের নেতৃত্বে দিনব্যাপী সাড়াশি অভিযানের মাধ্যমে মরিচ্যা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন যানবাহনের পার্কিং স্ব- স্ব সড়কের সংযোগস্থলে করে দেয়া হয়। যার ফলে প্রধান সড়ক থেকে গাড়ী ছেড়ে যাওয়ার ফলে সৃষ্ট যানজট আর হবেনা। প্রধান সকড়ের পাশে কোন গাড়ীর কাউন্টার কিংবা পার্কিং থাকবেনা। চেয়ারম্যান- মেম্বারের এহেন মহতী ও জনহিতকর কাজের জন্য সাধারণ যাত্রী, সচেতন মহল ও সর্বস্থরের মানুষ সাধুবাদ জানান নেতৃবৃন্দকে। তারা আশা করেন যেন এই উদ্যেগ কার্যকর থাকে।

এ ব্যাপারে কথা প্রসংগে এম মনজুর মেম্বার বলেন, জনগণের স্বার্থের ক্ষতি হয় এমন কোন কাজ আমি বেঁচে থাকতে আমার এলাকায় হতে দেবনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।