৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

মরহুম ছব্বির আহমেদ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

Sports Picture

‘যে যুবক মিশে আছে মাদক পীড়ায়, সে যুবক মুক্তি পাক ক্রীড়ায় ক্রীড়ায়’ এই সেøাগানকে ধারণ করে কক্সবাজার পৌর ০২ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মরহুম ছব্বির আহমেদ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টূর্ণামেন্ট-১৬ এর উদ্বোধন করা হয়েছে।
১২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৩টায় শহরের উত্তর নুনিয়া ছড়াস্থ মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উত্তর নুনিয়া ছড়া সমাজ কমিটির সভাপতি সেলিম উল্লাহ সেলিম।
কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা মইন উদ্দীনের সভাপতিত্বে ও ০২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার ০২ ওয়ার্ড এর কাউন্সিলর মিজানুর রহমান মিজান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম বাদশা, জেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার করিম, পৌর ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, সাবেক ছাত্রনেতা আনসারুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোস্তফা, ০২ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ফেরদৌস, হারুন, নোমানসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন।
এসময়- ০২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ওবাইদুল হক, হুমায়ন কবির সুমন, শফিকুর আলম বাবু, শফিউল কাদের নেওয়াজ, ইয়াকুব আলী নয়ন, মোক্তাদিল আলম রিসাদ, মোবারক হোসেন, সাইফুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন। এতে পবিত্র কুরআন তেলওয়াত করেন- ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- বাঙ্গালী জাতির যা কিছু সোনালী অর্জন সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। যুগে যুগে ছাত্রলীগের এদেশের সকল আন্দোলন-সংগ্রামে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। খেলাধুলার প্রতি ছাত্রলীগের যেই আগ্রহ এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা এসব ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মরহুম ইসমাঈল স্মৃতি সংসদ বনাম ইউরেনাস ক্রিকেট একাদশ। এতে ইউরেনাস ক্রিকেট একাদশ ৩৩ রানের ব্যবধানে মরহুম ইসমাঈল স্মৃতি সংসদের কাছে হেরে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইসমাঈল স্মৃতি সংসদের মোহাম্মদ পুতু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।