৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

মন্ত্রিপরিষদ সচিবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন

সরওয়ার আজম মানিক:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মানাধীন গভীর সমুদ্র বন্দর ও নির্মনাধীন বিদ্যুৎ কেন্দ্র পরিদশর্ন করেছেন মন্ত্রী পরিষদ সচিবের নেতৃেত্ব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে কোস্টগার্ডের এক টি বিষেশ যানে করে প্রতিনিধি দল টি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ৫ নং ঘাটে পৌছে।
প্রতিনিধি দলের প্রধান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দলটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সেইসাথে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
এসময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল, তথ্যসচিব কামরুন নাহার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, কোস্টগার্ডের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মাসুদ পারভেজ আলামিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ, মহেশখালী উপজেলা নির্বাহি অফিসার জামিরুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ চন্দ্র ধর, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা।
নির্মাণাধীন দুটি প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিবসহ প্রতিনিধি দলটি।
এসময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বন্দরের মাধ্যমে এ অঞ্চল সহ পুরো বাংলাদেশের অর্থনীতিতে একটি পরিবর্তন আসবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।