
আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত কক্সবাজারের চকরিয়ার বেতুয়াবাজার- বাঘগুজারা সড়কটির করুণ দশা।
ভোগান্তিতে লক্ষাদিক মানুষ। সড়কটি ২০১২সালের ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়ার পর আর কোন সংস্কার করা হয়নি বলে
জানান,বেতুয়াজারের বাসিন্দা সাগর,বহদ্দারকাটার কলিম উদ্দিন সহ স্থানীয় লোকজন। রাস্তার ভাঙ্গা ভাঙ্গা ইট,কংকরের জোড়াতালিরর মধ্য দিয়ে চলছে গাড়ির চলাচল।
বেতুয়াবাজার-চকরিয়া শহরের ১০মিনিটের পথ পাড়িদিতে সময় লাগে ৪৫মিঃ বলেও জানান স্থানীয়বাসী। যার কারনে ভেওলা মানিকচর,পূর্ব বড় ভেওলা,কোনাখালি,মরংঘোনা,পুরুত্য
খালির সাধারণ জনগন প্রতিদিন পড়ছে ভোগান্তিতে।চকরিয়ার এমন কোন রাস্তা বা সড়ক নেই যেখানে একটু হলেও
উন্নয়নের ছোয়া লাগেনি। একটু বৃষ্টি হলেই সি এন জি পাওয়া খুবই দূর্লব হয়ে পড়ে। বেতুয়াবাজার- চকরিয়া শহরের ৪.৫কিঃমিঃ এর রাস্তা ভাড়া দিতেহয় দ্বিগুণ। ড্রাইভারেরা রাস্তার
কথার অজুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়ার আদায় করেন যাত্রীদের কাছ থেকে। সরেজমিনে গিয়ে দেখা গেল, রাস্তার অবস্থা,খুবই কাহিল। রাস্তা যেখানে পাথর আর কংকরের ছোটাছুটি একটু পরপর আবার গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়ছেন জনগন। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন সচেতন মহল।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।