৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

বেগুনি এখন আলুনী!

Beguniকক্সবাজারে রমজান মাসের শেষার্ধে এসে ইফতার আইটেম বেগুনি এখন “আলুনী” হয়ে গেছে। ভোজনরসিক রোজারদারদের অন্যতম ফেভারিট আইটেম বেগুনি। প্রমাণ সাইজের বেগুন ফালি ফালি করে কেটে বেসনের খামিরে চুবানোর পর ডুবোতেলে ভেজে তৈরি করা হয় বেগুনি। এর অন্যতম উপদান বেগুনের দাম রোজার প্রথমে প্রতি কেজি ৩০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মাত্রাছাড়া এ দামে বেগুন কিনে বেগুনি তৈরি করে পোষাতে পারছেন না হোটেল-রেস্তোরা মালিকরা। তাই অনেকেই আলু ফালি করে কেটে উপরোক্ত কায়দায় বেসনে চুবিয়ে তেলে ভেজে বেগুনির ব্যানারে বিক্রি করছেন। এসব আইটেম বেগুনি না আলুনী হবে এ প্রশ্ন ভোক্তাদের। অনেকে আবার কাঁচা পেপে দিয়েও উপরোক্ত আইটেম বানাচ্ছেন। সে ক্ষেত্রে তা হচ্ছে পেপেনী! কিন্তু ভোক্তাদের যথারীতি বেগুনি বলে এসব গছানো হচ্ছে। এ অবস্থা চলছে পর্যটন শহরে নামী-দামী হোটেলসহ সব ইফতার বিপনীতে । ইফতার সামগ্রী কিনার সময় রোজাদাররা এত খুঁটি নাটি যাচাই না করায় বেগুনির পরিবর্তে আলুনী ও পেপেনী খাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।