৪ ডিসেম্বর, ২০২৫ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

বৃহত্তর সিকদারপাড়া ছাত্র-যুব ঐক্য পরিষদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ গত ২০ অক্টোবর কক্সবাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিকীয় ২য় বারের মত ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সিকদার তিনজন কৃতি সন্তান ১, ২ ও ৩নং সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচিত সদস্য আবু সুফিয়ান, জসিম উদ্দিন, মাষ্টার নুরুল আবছারকে গত ২৬ অক্টোবর সিকদারপাড়াস্থ প্রাইমারি স্কুল প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী, সর্বজনশ্রদ্ধেয় ও সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, উত্তর সিকদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মাষ্টার ওসমান গণি, এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল, সংবর্ধিত সদস্য জসিম উদ্দিন, মাষ্টার নুরুল আবছার ও সদস্য খোরশেদ আলম।
পরিষদের সভাপতি এডভোকেট ছায়েদুজ্জামান খোকন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও সহসাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, এলাকার ঐক্য ধরে রাখার জন্য ছাত্র-যুব থেকে শুরু করে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এলাকার দুস্থ মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে, যে ছাত্র অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না সেই ছাত্রদের লেখাপড়ার খরচ বহন করে সহযোগিতা করতে হবে।
এলাকায় চুরি, ইভটিজিং বন্ধে পরিষদের সদস্যদের সজাগ থাকারও আহবান জানান।
পরিশেষে পরিষদের সভাপতি এডভোকেট ছায়েদুজ্জামান খোকন অল্প সময়ের মধ্যে এত বড় অনুষ্ঠান সফল করতে পারার জন্য পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।