
নিজস্ব প্রতিবেদক:
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল ৫ জুন পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী গ্রহন করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।
ওই দিন সকাল ১০টায় শহীদ দৌলত ময়দান থেকে এই শোভাযাত্রা অনুষ্টিত হবে। পরে ১০:৩০ ঘঠিকায় শহীদ সুভাষ হল, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সাইমুম সরওয়ার কমল এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মো.মাহফুজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ডলফিন মোড় থেকে লাবণী পর্যন্ত সড়ক সজ্জিতকরণ হবে। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।