২১ জানুয়ারি, ২০২৬ | ৭ মাঘ, ১৪৩২ | ১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া আইনজীবি সমিতি মতবিনিময় অনুষ্ঠানে বিচারপতি বোরহান উদ্দিন

বিচারপ্রার্থী জনসাধারণের দুর্ভোগ লাগবে চকরিয়ায় জুডিশিয়াল কমপ্লেক্স স্থাপনে সহযোগিতা করা হবে

চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিচারপতি বোরহান উদ্দিন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও চকরিয়াস্থ সিনিয়র সহকারি জজ আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসেছেন মহামান্য হাইর্কোটের বিচারপতি বোরহান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি চকরিয়া উপজেলা আদালত প্রাঙ্গনে পৌঁছলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব এবং চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সকলস্তরের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এরপর বিচারপতি বোরহান উদ্দিন আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এদিন বেলা ১১টার দিকে বিচারপতি বোরহান উদ্দিন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতি মিলনায়তনে সর্বস্তরের আইনজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য দেন হাইর্কোটের বিজ্ঞ বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব। বক্তব্য দেন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আদালতের পিপি অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, সিনিয়র আইনজীবি ইলিয়াছ আরিফ, অ্যাডভোকেট মো.শাহআলম, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট ওমর আলী। মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সকলস্তরের নেতৃবৃন্দ ও উপজেলা আইনজীবি সহকারি সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন, বিচারপ্রার্থী জনগনের মাঝে সুবিচার নিশ্চিত করতে হবে। মামলার তদন্ত কার্যক্রম থেকে শেষ বিচার পর্যন্ত বিচারপ্রার্থী লোকজনকে যাতে কোন ধরণের দুর্ভোগ ও হয়রাণিতে পড়তে না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে। সেইজন্য আদালতের বিচারক ও আইনজীবিদেরকে সজাগ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দুইটি উপজেলার জনগন এতদিন চকরিয়া উপজেলা আদালতে আইনের আশ্রয় নিচ্ছেন। এতে অনেক ধরণের সমস্যা থাকতে পারে। এটি পরিদর্শনে প্রতিয়মান হয়েছে। তাই কথা দিচ্ছি, আগামীতে চকরিয়া উপজেলায় জুডিশিয়াল কমপ্লেক্স স্থাপন, যুগ্ম জেলা জজ আদালত স্থাপন ও সহকারী জজের শুণ্য পদ পুরণে আমার পক্ষথেকে সবধরণের সহযোগিতা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।