১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বান্দরবা‌নে পাসপোর্ট করতে এসে ২ রো‌হিঙ্গা আটক

কক্সবাজারসময় ডেস্কঃ বান্দরবা‌নে পাসপোর্ট করা‌তে এসে আটক হয়েছেন দুই রো‌হিঙ্গা। তারা হলো, মো. শহিদ ও জোসনা আক্তার। আটক দু’জনের বিরু‌দ্ধে বান্দরবান সদর থানায় মামলা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার সময় তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

পু‌লিশ জানিয়েছে, শহিদের বাড়ি ছিল রাখাইনের মংডুতে। তার প্রকৃত নাম সৈয়দ আলম। ১৯৯৬ সালে সে বাংলাদেশে আসার পর প্রথমে লামা উপজেলার লাইনঝিড়িতে বাসা ভাড়া নি‌য়ে থা‌কতো। সেখান থে‌কে বাংলাদেশি  জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। পরে লামা থে‌কে বান্দরবান সদরের ইসলামপুরে বাবুর বাসায় ভাড়া নেয় এবং বাসের হেলপার হিসেবে কাজ শুরু করে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পেও তার বাসা রয়েছে বলে জানা গেছে।

আর লামার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার পাসপোর্ট করার চেষ্টা করেছিল। বাবা হিসেবে তিনি বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমের নাম ব্যবহার করেছিল। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তা‌দের দে‌খে সন্দেহ হ‌লে আটক ক‌রে থানায় সোপর্দ ক‌রে। প‌রে যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রা হয়।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) এনামুল হক ভুইয়া ব‌লেন, মিথ্যা প‌রিচয় দি‌য়ে প্রতারণা ক‌রে পাস‌পোর্ট‌ কর‌তে আসায় দুই রো‌হিঙ্গার বিরু‌দ্ধে থানায় মামলা হ‌য়ে‌ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।