৩০ জানুয়ারি, ২০২৬ | ১৬ মাঘ, ১৪৩২ | ১০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

বান্দরবা‌নে পাসপোর্ট করতে এসে ২ রো‌হিঙ্গা আটক

কক্সবাজারসময় ডেস্কঃ বান্দরবা‌নে পাসপোর্ট করা‌তে এসে আটক হয়েছেন দুই রো‌হিঙ্গা। তারা হলো, মো. শহিদ ও জোসনা আক্তার। আটক দু’জনের বিরু‌দ্ধে বান্দরবান সদর থানায় মামলা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার সময় তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

পু‌লিশ জানিয়েছে, শহিদের বাড়ি ছিল রাখাইনের মংডুতে। তার প্রকৃত নাম সৈয়দ আলম। ১৯৯৬ সালে সে বাংলাদেশে আসার পর প্রথমে লামা উপজেলার লাইনঝিড়িতে বাসা ভাড়া নি‌য়ে থা‌কতো। সেখান থে‌কে বাংলাদেশি  জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। পরে লামা থে‌কে বান্দরবান সদরের ইসলামপুরে বাবুর বাসায় ভাড়া নেয় এবং বাসের হেলপার হিসেবে কাজ শুরু করে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পেও তার বাসা রয়েছে বলে জানা গেছে।

আর লামার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার পাসপোর্ট করার চেষ্টা করেছিল। বাবা হিসেবে তিনি বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমের নাম ব্যবহার করেছিল। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তা‌দের দে‌খে সন্দেহ হ‌লে আটক ক‌রে থানায় সোপর্দ ক‌রে। প‌রে যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রা হয়।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) এনামুল হক ভুইয়া ব‌লেন, মিথ্যা প‌রিচয় দি‌য়ে প্রতারণা ক‌রে পাস‌পোর্ট‌ কর‌তে আসায় দুই রো‌হিঙ্গার বিরু‌দ্ধে থানায় মামলা হ‌য়ে‌ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।