১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বাদশাঘোনায় জহিরের বিরুদ্ধে মানববন্ধন ভূক্তভোগীদের

বার্তা পরিবেশক:

কক্সবাজার শহরের পুলিশ লাইন্স এলাকার পাশ্ববর্তি নতুন বাদশাঘোনা এলাকায় জহির নামের এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগী এলাকাবাসী।
গতকাল বেলা ১১টায় কোট বিল্ডিং চত্ত্বরে উক্ত মানব বন্ধন অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, একই এলাকার ভূক্তভোগী সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, মনির হোসেন, আবুল কালাম, এলম বাহার, সবুজ, জাহানারা সহ আরও অনেকে। ভূক্তভোগী এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, জহিরের কাছে জিম্মি থেকে নতুন বাদশাঘোনাবাসীকে রক্ষাকরণ সহ ওই জহির বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
অভিযোগে প্রকাশ, নতুন বাদশাঘোনা এলাকায় জহির মনোরঞ্জনের জন্য এবং অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালানোর জন্য অখ্যাত অন্ধকার জগতের মেয়েদের টাকার বিনিময় এনে আসর বসায়। এলাকায় কোন বাসিন্দা তাকে টাকা না দিয়ে বসবাস করতে পারেনা। তার ভয়ে এলাকার মহিলারা ঘর থেকে বের হতে পারেনা। তাকে নিয়মিত চাঁদা না দিলে অত্যাচারে থাকতে হয় অনেককে। তার ইচ্ছার বাইরে কেউ গেলে পড়তে হয় নানা সমস্যায়। তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পয়ানা। ভূক্তভোগীরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছে ওই জহির গংকে আইনের আওতায় এনে অসহায় নতুন বাদশাঘোনাবাসীকে মুক্ত করতে জোরদাবী জানান ভূক্তভোগীরা। তারা আরও আশংকা করেন, হয়তো উক্ত মানব বন্ধনের কারণে পুরো এলাকাবাসী পুনরায় ওই জহির বাহিনীর হাতে নির্যাতিত হতে পারে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো এলাকাবাসী। এ বিষয়ে তারা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।