১৮ নভেম্বর, ২০২৫ | ৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের কাজ চলছে কচ্চপের গতিতে

shomoy
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সংলগ্ন কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ কচ্চপ গতিতে চলায় সাধারন মানুষ থেকে শুরু করে হাজারো শিক্ষার্থীর কষ্টের যেন শেষ নেই। বৃষ্টির মধ্যে ধ্বসে পড়া কালবার্ড ব্রীজ নির্মাণের কারনে ইতিমধ্যে উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প ভাঙা সড়ক দিয়ে চলাচলে অনেকটা কষ্টের স্বীকার হচ্ছে সাধারন যাত্রীরা। দীর্ঘদিন ধরে কালবার্ড ব্রীজটি ধ্বসে পড়ায় বর্ষা মৌসুমে ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। যার কারণে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, শিক্ষার্থীরা দূর্ভোগের শিকার হচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ধ্বসে পড়া কালবার্ড ব্রীজটি পূনরায় নির্মাণের জন্য মাত্র চার জন শ্রমিক দিয়ে খোড়াখুড়ি চলছে। কাজে তেমন গতি নেই। অনেকটা ধীর গতিতে চলছে। একদিন কাজ চললে অন্য দিন বন্ধ। যার কারণে সাধারন মানুষ, ব্যবসায়ী ও স্কুল-পড়–য়া শিক্ষার্থীরা কাজের গতি কে কচ্চপের গতির সাথে তুলনা করে মন্ত্যব্য করতে শুনা যায়।
তাছাড়া বাইশারীর ব্যস্থতম সড়কের বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় খানাখন্দে একটু বৃষ্টিতে পানি জমে যায়। জমে থাকা বৃষ্টির পানি যাওয়ার জন্য সরকারী ভাবে পানি চলাচল করার জন্য কোন ড্রেন না থাকার কারণে ব্যবসায়ীদের ব্যবসা করতে ও যানবাহন ও সাধারন মানুষের চলাচল ব্যহত শেষ নেই।
উক্ত সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে বাইশারী ইউনিয়নের স্কুল-পড়–য়া হাজারো শিক্ষার্থীরা। সড়কে পানি জমে থাকায় দোকানের বারান্দা দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের।
বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ শাহাব উদ্দিন ও শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সভাপতি বলেন, উক্ত সড়ক দিয়ে প্রায় হাজারো শিক্ষার্থী নিয়মিত স্কুল-মাদ্রাসায় যাওয়া আসা করে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বৃষ্টির মধ্যে ধ্বসে যাওয়া কালবার্ড ব্রীজ ধীরগতিতে নির্মাণের ফলে সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচলে বর্তমানে দূর্ভোগের শিকার হচ্ছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক যানবাহন সহ সাধারন মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ কমাতে অতি শীগ্রই কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।