৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেনঃসাংসদ ড.নদভী

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন।

দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেরও ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে যে অগ্রগতি তা এখন বিশ্ব স্বীকৃত। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য কার্যক্রম চলমান রয়েছে।

২৯ ফেব্রুয়ারি ( শনিবার ) দুপুরে লোহাগাড়া উপজেলার কলাউজানডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিবাক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাতকানিয়া- লোহাগাড়ায় অনেক স্কুল কলেজ মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। কোনটিতে কাজ চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়ে তুলতে পরিশ্রম করছেন। শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ।

কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলুর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ ইসলাম মিয়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, কেন্দ্রীয় কারাগারের সাবেক প্রধান চিকিৎসক ডাঃ মোস্তফিজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামী যু্বলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলে এলাহী আরজু , কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট আবু বক্কর ছিদ্দিক,তরুণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান মিজান, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদ করিম,সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, কলাউজান ইউপি মেম্বার যুবলীগ নেতা সালাহ উদ্দিন সিকদার প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।