৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২ | ১৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

বরইতলীর বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের জানাজায় এমপি জাফর আলম, শোক প্রকাশ

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম আর নেই। বুধবার (৭ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন সন্ধ্যা সাতটার দিকে বরইতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সময় রাষ্ট্রের পক্ষে সশস্ত্র সালাম দেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ-জামান। এ সময় পুলিশের একটি চৌকস দল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
এদিকে বরইতলী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। এতে অংশগ্রহণ করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। আরও অংশ নেন চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, চকরিয়া পৌরসভার মগবাজারের শেখ রাসেল স্কুলের অধ্যক্ষ সাবেক সেনা কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পরিবার সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
জানাজাপূর্বে উপস্থিত লোকজনের মাঝে বক্তব্য দেন সংসদ সদস্য জাফর আলম। তিনি বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. শহীদুল ইসলামের বিদেহী আত্মার সদগতি কামনা করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে তাঁর অবদান। সমবেদনা জানাচ্ছি শোকাহত পরিবারবর্গের প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি, তাঁকে যেন জান্নাতবাসী করেন, আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।