২৯ ডিসেম্বর, ২০২৫ | ১৪ পৌষ, ১৪৩২ | ৮ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

বিএনপি নেতা বন্দুক বাহাদুরের কান্ড

বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের রামতে কৃষকদলের সমাবেশে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়া বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। খোদ দলীয় সমাবেশে সরকারি একটি প্রতিষ্টানের বিরুদ্ধে বক্তব্য দেয়ার ঘটনায় নিরাপত্তা চেয়ে বিএনপির নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছে বনবিভাগ। ওই বিএনপি নেতা শাহেদুজ্জামান বাহাদুর রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।
অভিযোগে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে বড় ডেবা এলাকায় বন বিট অফিসের সামনে জনসমক্ষে বাহাদুর বলেন, বনভূমিতে কোনো ধরনের অবৈধ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিলে এলাকাবাসীকে নিয়ে ইউনিয়নের সব বন অফিস পুড়িয়ে দেওয়া হবে। সব বন বিট উচ্ছেদ করা হবে।

বাদী কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এবং রাজারকুল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. অভিউজ্জামান বলেন, ওই নেতার হুমকির পর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী সবাই নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। এ জন্য রাজারকুল রেঞ্জের সবার পক্ষে জিডি করেছেন।

শাহেদুজ্জামান বাহাদুর বলেন, বনভূমিতে প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নির্মাণ করলে কিংবা পাহাড় কাটলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ সাধারণ মানুষ একটা ঘর নির্মাণ করলেই ভেঙে দেয়। এ জন্য ওই বক্তব্য দিয়েছি।

রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমেদ বলেন, বাহাদুর বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নেই। তবে আগের কমিটিতে সহসভাপতি ছিলেন। তিনি হুমকি দিয়েছেন কিনা, জানা নেই।

সোমবার সকালে যোগাযোগ করা হলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, হুমকির ধরন অনুযায়ী এটা ফৌজদারি অপরাধ। তাই অনুমতির জন্য আদালতে পাঠিয়েছি। অনুমতি পেলেই ব্যবস্থা নেয়া হবে।
গত ২০২৩ সালের অস্ত্র উঁচিয়ে মহড়ার ছবি, ভিডিও ভাইরাল হয়েছিল, তখন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি? এমন প্রশ্ন করা হলে পুলিশ পরিদর্শক ইমন আরো বলেন, তখনের বিষয়টি আমি অবগত নয়, বর্তমানে এলাকায় অশান্তি সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জানিয়েছেন, এক সময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত মো. শাহেদুজ্জামান বাহাদুর গত ২০১৬ সালে ইউপি নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নৌকা প্রতীকের কাছে হেরে গেলেও তৈরি করেন একটি নিজস্ব বাহিনী। রোহিঙ্গা যুবকদের এনে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন। এলাকার মানুষজনকে হুমকি ধমকি, মামলায় জড়ানোসহ নানাভাবে হয়রানি করে আসছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে অস্ত্র হাতে প্রায়শ প্রকাশ্যে ঘোরে বেড়ান তিনি। এর আগে ২০২০ সালের ১৪ জুলাই অস্ত্রের মহড়ার ছবি ভাইরাল হয়ে উঠে। ওই সময়ের উত্তেজিত জনতা তার বসত-বাড়ি ঘেরাও করলে পুলিশ বাড়ি থেকে অস্ত্র ও ৬২টি রাউন্ড গুলি উদ্ধার করলেও কৌশলে বাহাদুর পালিয়ে যায়। কিন্তু ওই রহস্যজনক কারণে ওই ঘটনায় মামলা হয়নি। কথিত আছে, আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সুপারিশে রক্ষা পান তিনি। বন্দুক বাহাদুর আতঙ্ক বিরাজ করছে।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।