১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক কলেজছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান।
নিহত ফারহানা আফরিন শিফা (১৯) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া টিচার পাড়ার মো. আফসার উদ্দিনের মেয়ে। সে কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু শহীদুল আমিন ওরফে তানিব (২২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জাহেদুল ইসলামের ছেলে। সে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র।
ঘটনায় হতাহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, সোমবার সকালে দুই বন্ধু-বান্ধবী মোটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ ঘুরতে যান। বেলা ১২ টায় কক্সবাজার ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বান্ধবীর মৃত্যু ঘটে এবং বন্ধু গুরুতর আহত হয়। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কলেজছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক মশিউর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।