২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে মাহামুদ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত মাহামুদ (১৬) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার উত্তর দিকপাড়ার দিদারুল আলমের ছেলে।
সৈকতে দায়িত্বরত বিচকর্মীর সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, মাহমুদসহ ছয় জন সুগন্ধা পয়েন্টে নেমে সমুদ্রে গোসল করছিল। এসময় মাহামুদ অসুস্থ হয়ে পানিতে পড়ে যায়। লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদকে মৃত ঘোষণা করেন।
এনিয়ে চলতি মাসে এ পর্যন্ত বঙ্গোপসাগরে ডুবে মারা গেছে ৫ জন। এরআগে গত ২১ অক্টোবর কক্সবাজার বঙ্গোপসাগরে জলক্রীড়া করার সময় জেটস্কি থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আল মামুন নামের এক পর্যটক মারা যান। তিনি বরিশাল উজিরপুর এর বাসিন্দা। এরআগে গত ২০ অক্টোবর শহরের কলাতলীস্থ ডিভাইন হোটেল সংলগ্ন সমুদ্রে মো. সায়মন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়। এরআগে গত ১৩ অক্টোবর বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে প্রান্ত দেব প্রবাল (১৫) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। পরদিন ১৪ অক্টোবর ভোর রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে। নিহত প্রান্ত দেব প্রবাল কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে এবং ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
এরআগে গত ৭ অক্টোবর সকালে কক্সবাজার শহরের শৈবাল পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় পানিতে ডুবে আজমাইনুল হক (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। মৃত আজমাইনুল হক কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের ৭ নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে।এছাড়া গত মাসে (সেপ্টেম্বর) তিনজন, আগস্টে দুইজন এবং জুলাই ও জুন মাসে একজন করে মারা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।