৩০ অক্টোবর, ২০২৫ | ১৪ কার্তিক, ১৪৩২ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজার প্রেসক্লাবের শোকসভায় বক্তারা

প্রিয়তোষ পাল পিন্টু দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন

প্রিয়তোষ পাল পিন্টু সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সাংবাদিক হিসেবে সংবাদ পরিবেশনে তাঁর কাজ সীমাবদ্ধ ছিল না। তিনি রাজনীতি, সংস্কৃতি, প্রগতি, ক্রীড়া ও সাহিত্য ছাড়াও নানা অঙ্গনে নিজের উপস্থিতি রেখে গেছেন।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোকসভায় বক্তারা এমন কথা বলেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোকসভায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী বলেছেন, তাঁর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রিয়তোষ পাল পিন্টু কখনও চাননি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিতে। পিন্টু বলেছিলেন, দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়ে কি হবে?।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, জৈষ্ঠ্য সাংবাদিক তোফায়েল আহমেদ, মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, এডভোকেট আয়াছুর রহমান, মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, পিটিআই এর ইন্সটেক্টর নাছির উদ্দীন প্রমুখ।

কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮  টার দিকে ভারতের কলকাতাস্থ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।