১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২ | ২৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

‘প্রশ্ন ফাঁসের কোনও আশঙ্কা নেই’

Nurul Islam Nahid
চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টফিকেট (জেডিসি) পরীক্ষা। চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আর ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

পরীক্ষা শুরুর আগে মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইনসহ কর্মকর্তাদের নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী জানান, পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভয় কেটে গেছে। সাধারণ পরীক্ষার মতো হয়ে গেছে। তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সচিবকে নিয়ে আমি কেন্দ্র পরিদর্শন করলাম। পরীক্ষার ক্ষেত্রে আয়োজন কেমন হয়েছে, কোনও সমস্যা আছে কিনা তা জানতে। দেখলাম কোনও সমস্যা নেই। আনন্দের সঙ্গেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। আপনারা সবাইকে জানিয়ে দেন।’

নারীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নে বাংলাদেশ সবচেয়ে সেরা।’

প্রশ্নপত্রপত্র ফাঁসের কোনও আশঙ্কা আছে কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন আশঙ্কা একবারে নেই বললেই চলে। আপনারা দেখেছেন তিন চার লাখ টাকা দিয়ে ভুয়া প্রশ্নপত্র কেনা হয়েছে, যা গণমাধ্যমে ছাপাও হয়েছে।’

প্রসঙ্গত, এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।