
কক্সবাজারসময় ডেস্কঃ বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রবাসী আবুল কালাম আজাদের জাল ভোট দিতে আসা এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে মো. সাগর নামের ওই যুবককে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে ভোটার স্লিপ নিয়ে দাঁড়ানো এক যুবকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার হাতে থাকা ভোটার স্লিপ নিরীক্ষা করে নিশ্চিত হই জাল ভোট দিতেই ওই যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মো. সাগর নামের ওই যুবক স্বীকার করেছেন, মধ্যপ্রাচ্য প্রবাসী আবুল কালাম আজাদের ভোট দিতে এসেছিলেন তিনি। জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে তাকে আটক করে বাঁশাখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।