২৮ নভেম্বর, ২০২৫ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে

প্রবাসীদের মরদেহ দেশে আনতে বাজেটে বরাদ্দ দাবি

coffin-m20161026001330
বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে বাজেটে বরাদ্দ চেয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের এমন দাবির প্রেক্ষিতে বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সদ্যসমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা এ দাবি করেন।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি আলহাজ এম.এ. রহিম, সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুর রহমান ফারুক, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন খান লিটন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি বজলুল রশীদ বুলু, সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আতোয়ার রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসীরা বিদেশে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনাসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো- দ্বৈত নাগরিকত্ব নিশ্চিত করা, যেকোনো নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা, ভোটাধিকার নিশ্চিত করা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করা, সিলেট বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ খোলা এবং বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।

এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, বিদেশে মারা যাওয়া অনেক দরিদ্র শ্রমিকের মরদেহ দেশে আনতে বিভিন্নজনের কাছে সাহায্য চাইতে হয়, চাঁদা তুলতে হয়। অথচ বিদেশে তাদের রক্ত পানি করা টাকায় দেশের অর্থনীতির চাকা গতি পায়।

তিনি বিদেশা মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে আনার তাগিদ দিয়ে এই জন্য সব ব্যয় সরকারের তরফ থেকে বহন করার দাবি জানান।

তিনি বলেন, সরকারি খরচে প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ আনার খচর মেটাতে প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ রাখা দরকার।

উল্লেখ, গত ছয় বছরের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ হাজার প্রবাসীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে বেশির ভাগের এসেছে মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটির চাঁদার টাকায়। অথচ এসব প্রবাসী বিদেশে পাড়ি জমানোর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ তহবিলে প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।