২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের বিজয় মিছিল ঘীরে নৌকা প্রতিকের মেয়র প্রার্থীর শোডাউন

নিজ্স্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। এটাকে ক‚টনৈতিক সাফল্য হিসেবে বিজয় মিছিলের আয়োজন করেছিল কক্সবাজার জেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার বিকাল ৫ টায় কক্সবাজারের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠ থেকে বের করা হয় এই বিজয় মিছিল। যা কক্সবাজার শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে বামির্জ মাকের্ট এলাকায় গিয়ে শেষ হয়।

নামে বিজয় মিছিল হলেও এটি হয়ে উঠে আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী শোডাউনে।

অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিজয় মিছিলটি জুড়ে ছিল নৌকা প্রতিক, বঙ্গবন্ধু, শেখ হাসিনার ও প্রার্থী মাহাবুবুর রহমানের ছবি সহ পোষ্টার। মিছিলের আগেই হাতে অভিবাদন জানিয়ে ছিলেন প্রার্থী নিজেই। আর শ্লোগান ছিল কেবল শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, মাবু ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন।

এর আগে বিকাল সাড়ে ৩ টা থেকে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। যেখানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রনজিত দাশ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, ফরহাদ ইকবাল। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, আব্দুল খালেক, তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, জিএম কাসেম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক আব্দু রহিম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা তাতীলীগ সভাপতি আরিফুল মাওলা, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ জেলার সদস্য সচিব এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম কালু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শোয়েব ইফতেখার, যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া ও শাহেদ মোঃ এমরান, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন,  পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল হকসহ পৌর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে ক‚টনৈতিক সাফল্যতার জন্য ধন্যবাদ জানিয়ে ১২ জুন নৌকা প্রতিকে ভোট দিয়ে মাবুকে মেয়র নির্বাচিত করার আহবান জানান। এর জন্য আওয়ামীলীগের সকল নেতা-কর্মীরা এক যোগে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার ঘোষণা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।