১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্যানেল মেয়র শাহেনা আকতার পাখির মনোনয়ন দাখিল

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১.২.৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে , বর্তমান কাউন্সিলর ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি এলাকার শত শত জনগণকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেলে এলাকার মান্যগন্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেনের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর বর্তমান প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, গত পাঁচ বছর সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করেছি। সব সময় মানুষের মতামত কে প্রাধান্য দিয়েছি। জনগণের সবাই নিয়েযিত ছিলাম পাঁচ বছর। মানুষের ভালোবাসা দেখে আবারও মনোনয়ন পত্র দাখিল করলাম। জনগণ আমাকে আবারও নির্বাচিত করলে বাকি জীবনটা তাদের খাদেম হিসেবে কাটিয়ে দেবো।
এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কাউন্সিলর পাখির পিতা সাবেক চেয়ারম্যান আবদুল গনি, মধ্যম নুনিয়াছড়া সমাজ কমিটির সিনিয়র সহসভাপতি মনজুর সওদাগর, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজ্জাক সিকদার, নারীনেত্রী শামীমা আক্তার শিমু, নুরপাড়া সমাজ কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদীন জুনু, দুনিয়ার ছড়া সমাজ কমিটির সদস্য সিরাজুল হক, আলী আহমদ, ঠিকাদার মোস্তফা, মুজিবুর রহমান সহ বিভিন্ন সমাজের নেতৃবৃন্দসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর শত শত এলাকার নারী পুরুষ, স্লোগানে স্লোগানের মুখরিত করে তুলে পুরো এলাকা।
শাহেনা আকতার পাখি কক্সবাজার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র। পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সবসময় মাঠে ছিলেন। দুর্যোগ, দুঃসময়ে জনগণ যেকোনো সময়ই তাকে কাছে পেয়েছে। এবারের নির্বাচনেও শাহেনা আকতার পাখি বিপুল ভোটে নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।