১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

পৌর আওয়ামীলীগের শোক দিবসের ৩ দিনের প্রতিযোগিতা শুরু ২৫ আগস্ট

সংবাদ বিজ্ঞপ্তি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তিন দিনের প্রতিযোগিতা ২৫ আগস্ট শুরু হবে। যা ২৭ আগস্ট শেষ হবে। চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি নিয়ে এ তিনটি প্রতিযোগিতা সম্পন্ন করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৫ আগস্ট বৃহস্পতিবার আবৃত্তি, ২৬ আগস্ট শুক্রবার রচনা, ও ২৭ আগস্ট, শনিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রতিদিন বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ ইচ্ছুক প্রতিযোগিকে প্রত্যেক প্রতিযোগিতা শুরুর দিন বিকাল ২টার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

উক্ত চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কর। এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা শুভ দত্ত বড়ুয়া, মিজানুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, সোহেল রানা, ফয়সাল হুদা, আমির উদ্দিন, আবদুল্লাহ সহ পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।