১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

পেকুয়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

images
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বামী আতœহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ৫ সন্তানের জনক দিনমজুর আলী আহমদের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। আলী আহমদ ওই গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দিনমজুর আলী আহমদ (৪০) গত ৫/৬ মাস পূর্বে প্রতিবেশী জামাল উদ্দিন ও তার পুত্র নেজাম উদ্দিনের বিরুদ্ধে তার বসতভিটা দখলের অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইনের কাছে একটি শালিস দেন। অভিযোগ রয়েছে, ওই শালিসে প্রভাবশালী জামাল ও নেজাম উদ্দিন গং গত ১৫ দিন পূর্বে আলী আহমদের বসতঘরে ভাংচুর চালায়। এ ব্যাপারে নিহত আলী আহমদ এর অভিযোগের প্রেক্ষিতে ঘর ভাংচুরের ক্ষতিপূরণ হিসেবে চেয়ারম্যান দশ হাজার আদায় করেন। ওই টাকা দিয়ে আলী আহমদকে তার নিজ জায়গায় ঘর বাধার পরামর্শ প্রদান করেন। এ দিকে ওই ব্যাপার নিয়ে আলী আহমদের  স্ত্রীর সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। এক পর্যায়ে তার স্ত্রীকে মারধর করার কারনে তার শাশুড়ী এসে তার স্ত্রীকে নিয়ে যায় এ অপমান সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। পেকুয়া থানার ওসি মো. আবদুর রকিব জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় আলী আহমদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।