১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

পেকুয়ার আলোচিত জয়নাল হত্যা মামলা অবশেষে গ্রেপ্তার রিপন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার আলোচিত জয়নাল আবেদীন হত্যা মামলার অন্যতম আসামি সোলতান মোহাম্মদ রিপনকে (৩৮) গ্রেপ্তার করেছে অপরাধ গোয়েন্দা সংস্থা (সিআইডি)। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পেকুয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। রিপন মহুরীপাড়া এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে।

গতকাল বুধবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সিআইডি সূত্র জানায়, ২০২১ সালের ২ মে রাত সাড়ে আটটার দিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে ও গুলি করে হত্যা করে জয়নালকে। এ ঘটনায় নিহতের ভাই আমিরুজ্জামান ৩২জনকে আসামি করে মামলা দায়ের করেন। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) হেবজুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ৩২ আসামির মধ্যে ২২জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১০ জনকে মামলা থেকে তদন্ত কর্মকর্তা অব্যহতির সুপারিশ করেন।

আদালতে দায়ের করা অভিযোগপত্র ঘেঁটে দেখা যায়, আসামি মাহমুদুল করিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, সোলতান মোহাম্মদ রিপন জয়নালকে কুপিয়ে মারে এবং জয়নালকে হত্যার পূর্বে মগনামা ঈদগা মাঠে ষড়যন্ত্র বৈঠকে উপস্থিত ছিলেন।

বর্তমানে আদালতের নির্দেশে কক্সবাজারের সিআইডির পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম মামলাটির তদন্ত করছেন। তদন্ত চলাকালে ২৫ জুলাই বিকেলে তিনি মামলার আট নম্বর আসামি সোলতান মোহাম্মদ রিপনকে গ্রেপ্তার করেন।

মামলার বাদি আমিরুজ্জামান বলেন, সোলতান মোহাম্মদ রিপন মামলা থেকে বাঁচতে লাখ লাখ টাকা খরচ করে ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক হন। সাধারণ সম্পাদক হয়েই তিনি মোটা অংকের টাকা নিয়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু সিআইডির সাহসী কর্মকর্তা সাইফুল ইসলামের দৃঢ় মনোভাবের কারনে টাকা দিয়েও মিশন বাস্তবায়ন করতে পারেননি তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।