৪ জানুয়ারি, ২০২৬ | ২০ পৌষ, ১৪৩২ | ১৪ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

পাগলীরবিলের নুরুল হাকিম ইয়াবাসহ ফরিদপুরে আটক

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক ইয়াবাসহ গ্রেফতার নুরুল হাকিম ইয়াবা পেটে নিয়ে প্রথমে কক্সবাজার থেকে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন নুরুল হাকিম (৩১) নামের এক যুবক। বিশেষ কায়দায় ইয়াবা বের করার পর বিক্রির জন্য ফরিদপুরে গিয়ে গ্রেফতার হন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেফতার নুরুল হাকিম কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল হাকিমকে ইয়াবাসহ টোল প্লাজা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

শামীম হোসেন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল জানান, তিনি কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা পেটে নিয়ে উড়োজাহাজযোগে ঢাকায় আসেন। এরপর মলত্যাগের সঙ্গে ইয়াবাগুলো বের করেন। পরিষ্কারের পর পুনরায় প্যাক করে শরীরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচিয়ে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।