১৩ নভেম্বর, ২০২৫ | ২৮ কার্তিক, ১৪৩২ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ

‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার ( ১৯ মার্চ ২৫ ইং) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার উদ্যোগে উখিয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।  বিগত সরকার আমলে সাংবাদিকরা নির্যাতিত ছিলেন,  এখন সাংবাদিকতা স্বাধীন।

এতে মোহাম্মদ জালাল উদ্দিন কাউসার এর কুরআন তেলওয়াত’র মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার সভাপতি আরফাত চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালকে কাল বলতে হবে। সকল ভয়-ভীতি ও লোভ-লালসার উর্ধে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের অফিস ও প্রচার সেক্রেটারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম বিপিজেএফ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উখিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।