১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

‘নৌকা প্রতিকের মেয়র মাবুর পক্ষে মাঠে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ’

আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠণের নেতা-কর্মীরা।

জেলা আওয়ামীলীগের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সাধারণ ভোটারদের মন জয় করতে তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বুধবার দিনব্যাপী শুভেচ্ছা বিনিময়, নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, সামাজিক কর্মকান্ডে অংশ নিয়েছেন।

বিকাল ৫ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখা আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান চৌধুরী। কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আবু আদনান মারুফ, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল হক সহ পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এরপর মাহাবুবুর রহমান চৌধুরী মাগরিবের নামাজের পর কলাতলী জামে মসজিদে আয়োজিত সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম বাবুল ও শহিদুল ইসলাম খোকনের মায়ের জানাজায় যোগদান করেন।

সন্ধ্যা ৭ টায় নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কক্সবাজার পৌর ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন আয়োজিত প্রস্তুতি সভায় অংশ নেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, সাবেক সদস্য রাশেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার সদর আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক ছাত্রনেতা বেলাল হোসেন, পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ডালিম বড়ুয়া, সংবাদকর্মী বলরাম দাশ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের সভাপতি আরিফুল মাওলা। অনুষ্ঠান সঞ্চালনায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আসিফুল মাওলা।

এরপর মো. মাহাবুবুর রহমান চৌধুরী বিডিআর ক্যাম্পে ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের অনুষ্ঠানে যোগদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।