১৫ নভেম্বর, ২০২৫ | ৩০ কার্তিক, ১৪৩২ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

নৌকার গণজোয়ার দেখে বিএনপি এখন পালানোর পথ খুঁজছে- এমপি বদি

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহীন আকতার চৌধুরীর সমর্থনে মঙ্গলবার বিকেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পথসভায় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে নতুন বিজয় হবে। আর সে বিজয়টি হবে জননেত্রী শেখ হাসিনার। বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। উখিয়া টেকনাফে নৌকার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র শুরু করেছে তা ভেসে যাবে। নৌকার গণজোয়ার দেখে বিএনপি এখন পালানোর পথ খুজছে।

এমপি বদি আরো বলনে, নৌকা স্বাধীনতার মার্কা, নৌকা উন্নয়নের মার্কা। অপর দিকে ধানের শীষ যুদ্ধাপরাধীদের মার্কা, দুর্নীতির মার্কা, পেট্রোল বোমার মার্কা। বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে কারাগারে আছেন। তাই তার দলের প্রার্থী বিএনপি নেতা শাহজাহান চৌধূরী নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। গত শুক্রবার উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে নৌকা মার্কার প্রচারণার গাড়ীতে পেট্রোল বোমা মেরে দু’জনকে অগ্নিদগ্ধ করেছে। যা তাদের ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের ভরাডুবির আশংকায় তারা এখন হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা জনগণের কাছে ভোট না চেয়ে মিডিয়া নির্ভর হয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ইনশাল্লাহ আগামী ৩০ ডিসেম্বর উখিয়া টেকনাফের গরীব দুঃখী মানুষ নৌকায় ভোট দিয়ে এসব বিএনপি জামায়াতকে বিতাড়িত করবে।

শনিবার উখিয়া টেকনাফের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় আ’লীগ নেতারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, উন্নয়ন ও আ’লীগ সমার্থক। তাই উখিয়া টেকনাফের অসমাপ্ত উন্নয়ন সমাপ্তের জন্য শাহীন চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, উখিয়া টেকনাফের নৌকার প্রার্থী শাহীন আকতার চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধূরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব) আবু তাহের, উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, জালিয়াপালং আ’লীগ সভাপতি ছৈয়দ আলম, সাধারন সম্পাদক এড. রুহুল আমিন রাসেল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উখিয়া আ’লীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ। অপরদিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, এমপি বদি পুত্র শাওন আরমান, কুতুপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার আহমদ, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।