৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

নিরাপত্তা পেলে আদালতে যাবেন খালেদা জিয়া

 

 

 

 

 

 

 

 

পর্যাপ্ত নিরাপত্তা পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ এপ্রিল রোববার আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুই মামলার শুনানির জন্য ওইদিন বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মামলা দুটিতে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা পেলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে যাবেন।’

কেন নিরাপত্তা প্রয়োজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া এর আগে আদালতে হাজিরা দিতে গেলে তার গাড়িবহরে হামলা হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, ‘খালেদা জিয়া সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতে যেতে চান। আর পর্যাপ্ত নিরাপত্তা পেলে তিনি অবশ্যই আদালতে যাবেন। সরকারের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। কেননা এর আগে আদালতে যাওয়ার সময় তার গাড়িবহরের উপর হামলা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘ওই মামলায় অনাস্থার দুটি আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।