২ জানুয়ারি, ২০২৬ | ১৮ পৌষ, ১৪৩২ | ১২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক শাইখুল হাদীস শাহ্ আহমদ শফি বলেছেন, মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীরা আল্লাহর দুশমন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজীবন চলবে।

শুক্রবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শানে-রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বলেন, মুসলমানদের ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করতে পারলে পরিবার ও সমাজে কোন অশান্তি থাকবে না। এসময় তিনি সকলকে প্রকৃত মুমিন ও নামাজি হওয়ার আহবান জানান।

চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সুহাইব নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শানে-রেসালত সম্মেলনের ১ম দিনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর আহমদ।

আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের ঢাকা জামেয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক আল্ল¬ামা জুনাইদ আল হাবিব, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা তোফাজ্জল হক সিলেটী, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া দারুল আরকামের পরিচালক আল্লামা সাজেদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম ও কৃষক-শ্রমিক, মেহনতি-জনতা কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা বর্তমানে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।