১৭ নভেম্বর, ২০২৫ | ২ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

Teknaf Pic-

হ্নীলায় আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য়দিনের খেলায় টেকনাফ নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩য়দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনৈা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ, মৌলানা শাকের আহমদ, সদস্য আবছার কামাল নোবেল, হাজী এমদাদ উল্লাহ, রাশেদ মাহমুদ আলী, ইব্রাহীম খলিল,বাহাদুর শাহ তপু, সোলতান আহমদ কালু, মাষ্টার জামিল আহমদ, আবুল কালাম আলম,আব্দুল খালেক প্রমুখ। পরে রেফারী লম্বা বাশিঁ বাজিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপূন্যে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও রক্ষণভাগের দৃড়তায় কোন দলই গোলের দেখা পায়নি। মধ্য বিরতির পর আবারো দূ‘দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে দর্শকদের টান টান উত্তেজনায় মাতিয়ে তুলে। কিন্তু রেফারী খেলার শেষ বাঁশি বাজালে কোন দলই গোলের দেখা না পেয়ে নিরাশ হয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু,সহকারী রেফারী সিরাজুল হক ও আলী হোসেন। ৪র্থদিনের খেলায় শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ বনাম লেদা আবু বক্কর স্মৃতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।