৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

নাইক্ষ্যংছড়িতে পরকিয়া প্রেমের টানা ওরা দু’জন নেটওয়ার্কের বাইরে

Prem news
প্রেম বয়স, জাতভেদ কিছুই মানেনা। তাইতো পরকিয়া প্রেমের টানে প্রবাসীর তিন সন্তান রেখে প্রতিবেশী যুবকের হাত ধরে ওরা দু’জন চলে গেছে নের্টওয়ার্কের বাইরে। তৃতীয় শ্রেণীতে দুইজন ও প্রথম শ্রেণীতে পড়–য়া এক শিশু ও স্বামী-সংসার ছেড়ে লাকিছা তংচংগ্যা (২৮) অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ঘটনাটি এলাকায় হাস্যরস্যের সৃষ্টি হয়েছে। আবার অনেকে অসহায় তিন সন্তানের ভবিষ্যতের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ২০ এপ্রিল ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়া এলাকায়।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়া গ্রামের মৃত লাভাই অং তংচংগ্যার ছেলে লাতুমং তংচংগ্যার সাথে একই ইউনিয়নের বড়ইতলী গ্রামের মৃত নিতাই অং তংচংগ্যার মেয়ে লাকিছা তংচংগ্যার মধ্যে প্রায় ১৪ বছর পূর্বে বিবাহ হয়। সংসার জীবনে তাদের পরিবারে জীবন তংচংগ্যা (১১), কান্তি তংচংগ্যা (৮) ও বাপ্পি তংচংগ্যা (৫) নামে তিন সন্তান আছে। গত দুই বছর যাবত লাতুমং তংচংগ্যা মালেশিয়ায় অবস্থান করে আসছে। এ সুযোগে তাঁর স্ত্রী লাকিছা তংচংগ্যা তার প্রতিবেশী লেড়াইয়া প্রকাশ বাবু তংচংগ্যার সাথে পরকিয়া প্রেম আসক্ত হয়ে পড়ে। আর প্রেমের সম্পর্ক ধরে রাখতে গত ২০ এপ্রিল ২০১৫ তারা দুইজন অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পালানোর আগের দিন লাকিছা ইসলামী ব্যাংকের, কোট বাজার শাখার- ৭৯৫৮ নং হিসাব থেকে ৭৪ হাজার টাকা, স্বর্ণলংকার, বন্ধক নেওয়া জমি বাবদ ৫৫ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় গ্রাম পুলিশ প্রধান ছৈয়দ আলম এ প্রতিবেদককে জানান, অসহায় তিন শিশুকে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি সচেতন মানুষকে নাড়া দিয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া এই দুইজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যার কারনে প্রবাসী স্বামী লাতুমং এর পক্ষে তার ভাই চাইহ্লা তংচংগ্যা ২৭ এপ্রিল ২০১৫ নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।