৩১ ডিসেম্বর, ২০২৫ | ১৬ পৌষ, ১৪৩২ | ১০ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর

নরেন্দ্র মোদির পদত্যাগ

দ্বিতীয় দফায় শপথ নেয়ার আগে প্রথা অনুযায়ী পদত্যাগ করলেন ভারতের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর কাছে তিনি এই পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।

দেশটির রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাত দিয়ে ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালাতে মোদিকে আহ্বান জানিয়েছেন বিহারের সাবেক গর্ভনর ও ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ।

 

রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র রামনাথ কোবিন্দের কাছে তুলে দেন নরেন্দ্র দামোদর দাস মোদি। তবে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

২০১৪ সালের চেয়ে দেশটিতে এবার প্রবল গতিতে উত্থান ঘটেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির। ভারতের গত ৪৮ বছরের নির্বাচনী ইতিহাসে কোনো দলই ৩ শতাধিক আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেনি। নরেন্দ্র মোদির বিজেপি গত ৪ যুগের এই রেকর্ড ভেঙে এবার একাই তিনশ’র বেশি আসনে জয় পেয়েছে।

দেশটির সদ্যসমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ৫৪২ আসনের লোকসভার ভোটগণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায়।

সর্বশেষ বিজয়ী হিসেবে অরুণাচলের পশ্চিমের একটি আসনের বিজেপি দলীয় প্রার্থী কিরেন রিজুকে ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একক দল হিসেবে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গীরা ৫১ এবং দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।