২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

পরিকল্পিত নগরায়নে সমন্বিতভাবে কাজ করবে কউক-পৌরসভা

নবনিযুক্ত কউক চেয়ারম্যানকে কক্সবাজার পৌর পরিষদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি :

নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছারকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌর পরিষদ। মঙ্গলবার বিকেলে দরিয়া নগর ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে কক্সবাজারকে একটি পরিকল্পিত এবং আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কউক-পৌরসভা সমন্বিতভাবে কাজ করবে। সে ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং পরিকল্পিত নগরায়নে পৌর পরিষদের পক্ষ থেকে কউকের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন পরিষদ প্রধান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কউকের প্রকৌশল সদস্য লে. কর্নেল খিজির খান, সচিব আবু জাফর, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আকতার কামাল আজাদ, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভার শুরুতে পৌর পরিষদের পক্ষ থেকে কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন মেয়র মুজিব। পাশাপাশি কউকের পক্ষ থেকেও মেয়র মুজিবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাউকের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর নুরুল আবছার।
এর আগে কক্সবাজার পৌর পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত তরান্বিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।