৯ ডিসেম্বর, ২০২৫ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দৈনিক দৈনন্দিন সম্পাদকের জন্মদিন পালন

কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক দৈনন্দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের আজ জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টার দিকে পত্রিকাটির কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন দৈনন্দিন পরিবার। এসময় দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সম্পাদক নুপা আলম, প্রধান বার্তা সম্পাদক আবদুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক মো: সফিউল আলম, নিজস্ব প্রতিবেদক মুহিববুল্লাহ মুহিব, লোকমান হাকিম, সাইফুল আলম বাদশা, বিজ্ঞাপন ম্যানেজার মাহিম উদ্দিন মিরাজ ওরফে মিরাজ সিকদার ও অফিস সহকারি নাসির উদ্দিন। অনুষ্ঠানে পত্রিকাটির প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘ সমাজ, রাষ্ট্র সুন্দর বিনির্মাণের পক্ষে মানবিক দৃষ্টান্ত রেখে ইশতিয়াককে কাজ করতে হবে’।

এদিকে ইশতিয়াক আহমেদ জয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জন্মদিন আসলে আমার কাছে বিশেষ কোন দিন নয়। এরপরও সকাল থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কেক ও ফুল নিয়ে আমার অফিসে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। সত্যি বলতে কি আমার মা যখন ছিল ছোট বেলায় আমার ভাই-বোনদের সাথে নিয়ে স্পেশালভাবে কিভাবে আমার জন্মদিনটি পালন করা যায় সেটি আমার মা চিন্তা করত। আসলে দিন যত যাচ্ছে তত মানুষের ভালবাসা আমি পাচ্ছি। একইভাবে আমার দায়বন্ধতা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমি মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই’।

এদিকে, জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন জেলা ছাত্রলীগের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ফুল ও কেক কেটে প্রাণবন্ত করে তুলে শহরের ইভানপ্লাজায় অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে। একইভাবে ছাত্রলীগ ছাড়াও রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।