২৩ জানুয়ারি, ২০২৬ | ৯ মাঘ, ১৪৩২ | ৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

দৈনিক দৈনন্দিন সম্পাদকের জন্মদিন পালন

কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক দৈনন্দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের আজ জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টার দিকে পত্রিকাটির কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন দৈনন্দিন পরিবার। এসময় দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সম্পাদক নুপা আলম, প্রধান বার্তা সম্পাদক আবদুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক মো: সফিউল আলম, নিজস্ব প্রতিবেদক মুহিববুল্লাহ মুহিব, লোকমান হাকিম, সাইফুল আলম বাদশা, বিজ্ঞাপন ম্যানেজার মাহিম উদ্দিন মিরাজ ওরফে মিরাজ সিকদার ও অফিস সহকারি নাসির উদ্দিন। অনুষ্ঠানে পত্রিকাটির প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘ সমাজ, রাষ্ট্র সুন্দর বিনির্মাণের পক্ষে মানবিক দৃষ্টান্ত রেখে ইশতিয়াককে কাজ করতে হবে’।

এদিকে ইশতিয়াক আহমেদ জয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জন্মদিন আসলে আমার কাছে বিশেষ কোন দিন নয়। এরপরও সকাল থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কেক ও ফুল নিয়ে আমার অফিসে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। সত্যি বলতে কি আমার মা যখন ছিল ছোট বেলায় আমার ভাই-বোনদের সাথে নিয়ে স্পেশালভাবে কিভাবে আমার জন্মদিনটি পালন করা যায় সেটি আমার মা চিন্তা করত। আসলে দিন যত যাচ্ছে তত মানুষের ভালবাসা আমি পাচ্ছি। একইভাবে আমার দায়বন্ধতা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমি মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই’।

এদিকে, জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন জেলা ছাত্রলীগের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ফুল ও কেক কেটে প্রাণবন্ত করে তুলে শহরের ইভানপ্লাজায় অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে। একইভাবে ছাত্রলীগ ছাড়াও রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।