৮ ডিসেম্বর, ২০২৫ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দেশ বাঁচাতে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে

Bsu kormosala coxsbazar 13
এ দেশ আমার, এ মাটি আমার। তাই যে কোন সংকটময় মূহুর্তে দেশকে বাঁচাতে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শ্রেণী-পেশার মানুষকে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সন্ত্রাস বিরোধী শহীদ রাজু দিবস ও  দিনব্যাপী সাংগঠনিক কর্মশালার সমাপনী অধিবেশনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, খেলাঘর আসরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল এ কথা বলেন।
দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে লড়াই-সংগ্রামের ঐহিত্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদ।
জেলা সংসদের সহ-সভাপতি অর্পন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রথম অধিবেশনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী।
শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা সংসদের সহ-সভাপতি অনুপম চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক পাভেল দাশ, দপ্তর সম্পাদক রাহুল মহাজন, সাংস্কৃতিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক নন্দিতা সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক আবির আচার্য্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন নিশাত, ছাত্র ইউনিয়ন নেতা সুজন নাথ, মো. আজিজ, মেহেদি হাসান, মো. আরিফ ও রাফি হাসান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে নানা রং এ ঢং এ যুদ্ধাপরাধীদের বিচার কার্যকে বিলম্বিত করা হচ্ছে। অবিলম্বে সকল যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরসহ ড. হুমায়ুন আযাদ, রাজীব হায়দার ও লেখক অভিজিৎ হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।